Last Updated: Tuesday, June 3, 2014, 20:26
এক বছর আগে এই দিনেই ভোর রাতে পাওয়া গিয়েছিল তাঁর নিঃস্বঙ্গ, নিথর দেহ। এক বছর কেটে গেলেও এখনও রহস্যই রয়ে গেছে জিয়া খানের নিঃশব্দ মৃত্যু। এখনও প্রতিদিন তাঁর মৃত্যু সম্পর্কে উঠে আসে নতুন তথ্য। সেরকমই কিছু তথ্য রইল-