Adiva Super Speciali - Latest News on Adiva Super Speciali| Breaking News in Bengali on 24ghanta.com
সময়কে হার মানিয়ে মা হলেন ৬৪ বছরের সরলা

সময়কে হার মানিয়ে মা হলেন ৬৪ বছরের সরলা

Last Updated: Wednesday, December 11, 2013, 22:24

একচল্লিশ বছর ধরে দেখেছিলেন একটাই স্বপ্ন। অবশেষে হল সেই স্বপ্নপূরণ। বিয়ের চার দশক পর মা হলেন ৬৪ বছরের দিল্লির সরলা শ্রীবাস্তব। গত মাসে অদিভা সুপার স্পেশ্যালিটি কেয়ার নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ষাটোর্ধ সরলা।