Last Updated: Wednesday, November 2, 2011, 22:48
জিএটিএ বিতর্কের জেরে আঞ্চলিক সভাপতি জন বার্লার ক্ষমতা কেড়ে নিল আদিবাসী বিকাশ পরিষদ। বার্লাসহ পাঁচ নেতাকে শো-কজ করেছে পরিষদের ওয়ার্কিং কমিটি। জিএটিএ নিয়ে মোর্চা ও জন বার্লার মধ্যে যে চুক্তি হয়েছিল তার কোনও বৈধতা নেই বলে জানিয়েছেন পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে।