Adriana Peral - Latest News on Adriana Peral| Breaking News in Bengali on 24ghanta.com
ফেসবুক প্রেমের জোয়ারে ভেসে গেল সীমানা, বয়স, জীবনযাত্রার বিভেদের সব দূরত্ব

ফেসবুক প্রেমের জোয়ারে ভেসে গেল সীমানা, বয়স, জীবনযাত্রার বিভেদের সব দূরত্ব

Last Updated: Wednesday, January 29, 2014, 17:09

ফেসবুক প্রেমের অনন্য এক কীর্তিতে সব কিছু ভেঙে চুরমার । দেশের সীমানা, বয়স , দূরত্ব, সামাজিক অবস্থান সব কিছু মুছে ফেলে প্রেমের নতুন সংজ্ঞা লিখলেন ৪১ বছরের মার্কিন মহিলা আদ্রিয়ানা পেরাল। যাতে হার মানল সিনেমার সব চিত্রনাট্য। ফেসবুক সূত্রে পরিচয়, তারপর প্রেমে পরিণত হওয়া সম্পর্কের খাতিরে আমেরিকার শহুরে হাইপ্রোফাইল জীবন ছেড়ে পেরাল নতুন সংসার পাততে চলে আসেন হরিয়ানার এক ছোট্ট গ্রামে। ক মাসে আগেও নাইটক্লাব, পার্টিতে ডুবে থাকা পেরাল এখন হরিয়ানার গ্রামে চাষবাস, গরু পালনে ব্যস্ত।