Last Updated: Tuesday, August 21, 2012, 15:28
বরানগর অটোকাণ্ডে চালক সঞ্জয় দাসকে জামিন দিল শিয়ালদা আদালত। দিন কয়েক আগে অটোচালকের অমানবিক আচরণের শিকার হয় চার বছরের এক শিশু। অটো থেকে শিশুটি পড়ে যাওয়ার পরেও চালক অটো না থামিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই ঘটনায় গতকাল সঞ্জয় দাস নামে ওই চালককে গ্রেফতার করে পুলিস। আজ শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জামিন দেন। তাঁর বিরুদ্ধে ৩৮০ এবং ২৭৯ ধারায় বিপজ্জনকভাবে অটো চালানোর অভিযোগ আনা হয়।