Last Updated: Wednesday, January 23, 2013, 09:24
`অ্যাডভ্যাঞ্চারস ইন ওয়াইল্ড ক্যালিফোর্নিয়া` (Adventures in Wild California)। বিশ্বের দু`হাজার আইম্যাক্স প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে গ্রেগ ম্যাকগিলিভ্রে পরিচালিত এই তথ্যচিত্র। ছবিতে ক্যালিফোর্নিয়ার ভৌগোলিক পরিবেশকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় গাছ, অতি আশ্বর্য প্রাণী প্রভৃতির উপস্থিতি, তথ্যচিত্রে আলাদা মাত্রা যোগ করেছে।