Last Updated: Tuesday, April 9, 2013, 15:09
বাড়া ভাতে ছাই বোধহয় একই বলে। ওল্ড ট্রাপোর্ডে সোমবার রাতে ম্যানচেস্টার ডার্বি জিতে সিটি কোচ রবার্তো মানচিনি বিপক্ষ কোচ ফার্গুসনের দিকে যেভাবে হাসলেন তার মানেটা দাঁড়ায়, সরি ফার্গি তোমায় আর একটু অপেক্ষা করালাম। ইংলিশ প্রিমিয়র লিগে ম্যানচেস্টার ইউনাইটেড