Last Updated: Wednesday, May 21, 2014, 21:25
গত ২ বছর ধরে পৃথুলা শরীর নিয়ে কানে ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে সমালোচিত হয়েছেন ঐশ্বর্য। তবে সেই দিন শেষ। মা হওয়ার আড়াই বছর পর মেদ ঝরিয়ে ঐশ্বর্যচিত সেই চেনা ভঙ্গিমায় ফের রেড কার্পেটে ফিরলেন তিনি। আর তাই দেখে আবেগ চেপে রাখতে পারলেন না অভিভূত স্বামী অভিষেকও।