Ajay Meckan - Latest News on Ajay Meckan| Breaking News in Bengali on 24ghanta.com
অলিম্পিকের স্পনসরশিপ থাকছে ডাউ কেমিক্যাল্স

অলিম্পিকের স্পনসরশিপ থাকছে ডাউ কেমিক্যাল্স

Last Updated: Thursday, March 8, 2012, 16:41

অলিম্পিকের স্পনসরশিপ থেকে ডাউ কেমিক্যাল্সকে সরানো হচ্ছে না। বৃহস্পতিবার এই কথা আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় ইউনিয়ান কার্বাইডে ডাউয়ের অংশীদারিত্ব ছিল না।