Akhil Gogoi - Latest News on Akhil Gogoi| Breaking News in Bengali on 24ghanta.com
অসমে আক্রান্ত টিম আন্নার সদস্য

অসমে আক্রান্ত টিম আন্নার সদস্য

Last Updated: Saturday, July 7, 2012, 10:37

হামলার শিকার হলেন টিম আন্নার উত্তর-পূর্বের `মুখ` অখিল গগৈ। শুক্রবার অসমের নলবাড়ি জেলায় ধরমপুর এলাকার পুন্নি গ্রামে তাঁকে স্তানীয় যুব কংগ্রেসের একদল কর্মী তাঁকে লাঠি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। অসমের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি নামে এক জমি আন্দোলনে জড়িত সংগঠনের সাধারণ সম্পাদক অখিল গগৈ ধরমপুর এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন। সে সময়ই তাঁর উপর হামলা হয়।