Alfred Nobe - Latest News on Alfred Nobe| Breaking News in Bengali on 24ghanta.com
খরচ কমাতে কোপ পড়ছে নোবেল পুরস্কারমূল্যে

খরচ কমাতে কোপ পড়ছে নোবেল পুরস্কারমূল্যে

Last Updated: Tuesday, June 12, 2012, 17:32

মন্দার অভিঘাত এড়াতে পারছে না নোবেল কমিটিও! আর তাই কোপ পড়ছে পুরস্কার মূল্যে! সোমবার এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন-এর তরফে জানান হয়েছে, বিগত এক দশকে বাজারে বিনিয়োগ থেকে আয় কমেছে সংস্থার। অন্যদিকে খরচ বেড়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে পুরস্কারমূল্য ২০ শতাংশ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা।