Last Updated: Sunday, July 8, 2012, 10:40
আজ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে রজার ফেডেরারের মুখোমুখি হচ্ছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ২ বছর পর ফের উইম্বলডন জয়ের সুযোগ সুইস তারকার সামনে। সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসাবে ১৭ টি গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি ফেডেরারের সামনে।