Last Updated: Thursday, May 31, 2012, 16:07
আরুষি হত্যা মামলায় নূপুর তলোয়ারের জামিনের আবেদনের খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ৩০ এপ্রিল থেকে গাজিয়াবাদের দাসনা জেলে বন্দি নূপুর তলোয়ারের জন্য তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও সিবিআই-এর তরফে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করে তার তীব্র বিরোধিতা করা হয়।