Last Updated: Friday, June 7, 2013, 17:04
যতই এবারের আইপিএল ট্রফিটা তাঁর হাতছাড়া হোক, যতই রীতির অংশীদারিত্ব তাঁকে বিতর্কের মুখে ফেলে দিক না কেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের লক্ষ্মী কিন্তু এখন তুঙ্গে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর ১৬তম ধনী ক্রীড়াবিদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস।