Last Updated: Wednesday, August 29, 2012, 17:19
লাইট, ক্যামেরা, সফ্ট মিউজিক। মঞ্চ জুড়ে একরাশ রং বেরঙের কৃত্রিম ধোঁয়ার মাঝে আবির্ভূত হলেন সোনাক্ষি সিনহা। পরনে সরু সোনালি বর্ডারের লাল নেটের শাড়ি। ডিজাইনার জোত্স্না তিওয়ারির শো স্টপার তিনি। অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইকের পরিচিতি পর্বের সোনাক্ষিই ছিলেন মূল আকর্ষণ।