Last Updated: Thursday, April 24, 2014, 21:30
ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে পদ ছাড়ার নির্দেশ দেয় রাজ্য। রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উপাচার্য অমিত ব্যানার্জি। মামলার শুনানি শেষে আজ শীর্ষ আদালত জানিয়ে দেয়, পূর্ণ মেয়াদ পর্যন্তই কাজ করতে পারবেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।