Last Updated: Saturday, August 11, 2012, 13:47
অলিম্পিকে কুস্তির ৫৫ কেজির ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হলেন অমিত কুমার। কোয়ার্টার ফাইনালে হারলেও রেপেশাজে খেলার সুযোগ পান অমিত। কিন্তু রেপেশাজের প্রথম ম্যাচেই বুলগেরিয়ার রাডোশ্লাভের কাছে হেরে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান অমিত।