Last Updated: Thursday, March 20, 2014, 17:49
হৃদয়ের সঙ্গে এমনিতে চকোলেটের বেশ মাখোমাখো সম্পর্ক আছে। হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার অনেক সময় চকোলেটের মধুর স্পর্শে আরও মিষ্টি হয়ে ওঠে। এবার হৃদয়ের স্বাস্থ্যের সঙ্গেও জড়িয়ে যেতে বসেছে চকোলেটের নাম। চিকিৎসকরা অনুমান করছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকে রোধে ডার্ক চকোলেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।