Andal aerotropolis - Latest News on Andal aerotropolis| Breaking News in Bengali on 24ghanta.com
কাটল না জমি জট, বিশ বাঁও জলে অন্ডাল বিমান নগরী

কাটল না জমি জট, বিশ বাঁও জলে অন্ডাল বিমান নগরী

Last Updated: Thursday, January 9, 2014, 20:16

প্রশাসনিক বৈঠকেও অন্ডাল বিমান নগরীর জমি-জট কাটল না। গত কয়েকদিন ধরেই অন্ডাল মৌজার ১০৯ একর জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন অনিচ্ছুক জমিদাতারা। সমস্যার সমাধানে আজ দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে জমি মালিকদের সঙ্গে বৈঠকে বসে আসানসোল-দুর্গাপুর কমিশারেট,অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক।