Android phone - Latest News on Android phone| Breaking News in Bengali on 24ghanta.com
ডেটিংয়ের জন্য সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দিতে জন্য চলে এল নয়া মোবাইল অ্যাপ, প্রয়োজন শুধু একটা `লাইক`-এর

ডেটিংয়ের জন্য সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দিতে জন্য চলে এল নয়া মোবাইল অ্যাপ, প্রয়োজন শুধু একটা `লাইক`-এর

Last Updated: Monday, December 30, 2013, 14:55

বয়স নির্বিশেষে এখনও এদেশে খুচরো রোমান্সের ডেটিংয়ের জন্য কাউকে আহ্বান করা কুণ্ঠার সোয়েটার জড়িয়ে থাকে। তবে ভাবুনতো যদি আপনার হয়ে আপনার মোবাইল ডেটিংয়ের জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দেয় তাহলে কেমন হয়? হ্যাঁ। খুব শীঘ্র এমন ব্যবস্থায়ী আসতে চলেছে আপনার অ্যানড্রয়েড ফোনে। প্রয়োজন শুধু `Krush` নামের মোবাইল অ্যাপলিকেশন আপনার অ্যানড্রয়েড ফোনে ডাইনলোড করা। তারপর আপনি ও আপনার `ডেট`-এর মধ্যে দূরত্ব শুধু একটা `লাইক`-এর।