Last Updated: Wednesday, July 2, 2014, 23:37
রাজ্যে কুকথার রাজনীতির বাড়বাড়ন্ত শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। বাম আমলের একাধিক নেতামন্ত্রী থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীরাও বিরোধীদের বিঁধতে গিয়ে বারবার শালীনতার মাত্রা ছাড়িয়েছেন। মহিলাদের সম্পর্কে কদর্য মন্তব্য করেছেন। কিন্তু সব সীমারেখা পেরিয়ে নজির গড়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল। তাঁর মন্তব্য ফৌজদারি অপরাধের আওতায় পড়লেও নির্বিকার প্রশাসন। রাজনীতি করতে গিয়ে মহিলাদের সম্পর্কে অশালীন কথা বলার নজির সম্প্রতি কালে অজস্র।