Last Updated: Saturday, December 29, 2012, 18:16
আই লিগ থেকে নির্বাসনের পর মোহনবাগান সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন। ক্লাব কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ একেবারে চরমে উঠল। মোহনবাগান ক্লাব চত্ত্বরে কয়েকশো সমর্থক মুখে কালো কাপড়, স্লোগান তুলে কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখান। এমনকী ক্লাবে ঢুকতেও বাধা পান সচিব অঞ্জন মিত্র। বাদ যাননি অর্থ সচিব দেবাশিষ দত্তও। ফেসবুকেও বেশ কয়েকজন মোহন সমর্থককে ক্লাব কর্তাদের বিরুদ্ধে সরব হলেন।