Antarctica ice - Latest News on Antarctica ice| Breaking News in Bengali on 24ghanta.com
দুঃসাহসিক অভিযানে গিয়ে আন্টার্কটিকায় বরফ বন্দি জাহাজ

দুঃসাহসিক অভিযানে গিয়ে আন্টার্কটিকায় বরফ বন্দি জাহাজ

Last Updated: Monday, December 30, 2013, 18:08

অভিযানটা ছিল দুঃসাহসিক এক যাত্রার শতবর্ষ উদ্‌যাপন। বিখ্যাত অস্ট্রেলিয়ান অভিযাত্রী ডগলাস মওসন ১০০ বছর আগে পাড়ি দিয়েছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে থাকা সুদূর আন্টার্টিকায়। সেই অভিযানকে স্মরণ করে আন্টার্টিকায় পাড়ি দিয়েছিলেন ওঁরা। সুবিশাল আধুনিক জাহাজ আকাদেমিক শোকালস্কি-তে চড়ে অস্ট্রেলিয়ার একদল পর্যটক, বিজ্ঞানী চলেছিলেন বরফঘেরা আন্টার্টিকায়।