Last Updated: Tuesday, January 21, 2014, 09:13
কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর হত্যার অপরাধে জড়িত সন্দেহে সোমবার ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস. পুনের অতিরিক্ত পুলিস কমিশনার এস সোলাঙ্কে জানান দাভোলকর হত্যার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে মনীশ নাগোরি ও বিকাশ খান্ডেলওয়াল নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস.