Last Updated: Tuesday, February 14, 2012, 02:39
তিনি চোখ রেখেছেন নৌকার পালে। তাই ভাল বাসাবাসি আর মন দেয়ানেয়ার এই মরশুমে চোখ রাখতে চান না দূরবীনে। আসলে সুদূর নয়, নৈকট্যের সন্ধানী অনুপম। আরও নিবিড় করে পেতে চান বলেই কি? নিবিড় করে পাওয়া তো তাঁর কাছে প্রতিদিনের উত্সব। কোনও একদিনের, কয়েক ঘণ্টার নয়। সে কথাই শুনলেন প্রমা মিত্র এবং গীতাঞ্জলি দে।