Last Updated: Tuesday, January 29, 2013, 20:49
ভারতীয় দলের কোচ হওয়ার পর উইম কোভারম্যান্স জানিয়েছিলেন,নাম নয়,গুরুত্ব পাবে পারফরম্যান্সই। প্যালেস্তাইনের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ২৩ জনের দল নির্বাচন দেখলেই বোঝা যায় কোভারম্যান্স গুরুত্ব দিয়েছেন ফুটবলারদের পারফরম্যান্সকেই। চমকপ্রদভাবে দলে প্রবেশ করেছেন পুণে এফসির ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ইজুমি আরাতা। সম্প্রতি ভারতের নাগরিকত্ব নেওয়া ইজুমি দুরন্ত ছন্দে রয়েছেন। ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি এখন নীলকণ্ঠ নামে পরিচিত।