Arbaj Khan - Latest News on Arbaj Khan| Breaking News in Bengali on 24ghanta.com
ফের খান পরিবারের গাড়ির শিকার ফুটপাতবাসী

ফের খান পরিবারের গাড়ির শিকার ফুটপাতবাসী

Last Updated: Monday, July 2, 2012, 14:03

বলিউড অভিনেতা ও চিত্র প্রযোজক আরবাজ খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। রবিবার রাত সাড়ে ১১ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের কাছে। সে সময়ে গাড়ি চালাচ্ছিলে সোহেল খানের ড্রাইভার ধনঞ্জয় পিম্পেল। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিস।