Last Updated: Sunday, July 6, 2014, 09:27
বেলজিয়ামকে এক-শূন্য গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করে সাবেয়ার দলের জয়ের নায়ক গনজালো হিগুয়াইন। মেসিদের সঙ্গে লড়েও হারতে হল হ্যাজার্ডদের। চব্বিশ বছর পর বিশ্বকাপের শেষচারে উঠল আর্জেন্টিনা।