Last Updated: Monday, August 27, 2012, 16:55
গোপাল কান্ডার গোপন নথি ফাঁস করতে পারেন তাঁরই এক সহকর্মী। গীতিকা শর্মা আত্মহত্যা তদন্ত এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে রহস্যভেদ করতে পারেন গোপাল কান্ডার ঘনিষ্ট অঙ্কিতা সিং। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরেছেন। পুলিস সূত্রে জান গিয়েছে, তদন্তে সাহায্য করবেন বলে সায় দিয়েছেন অঙ্কিতা।