Last Updated: Friday, February 14, 2014, 18:16
মুখ ডুবল অরবিন্দ কেজরিওয়ালের। তুমুল হইহট্টগোলের মধ্যে দিল্লি বিধানসভায় জনলোকপাল বিল পেশ করার পর তা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। পরে এই ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ৪২জন বিধায়ক এই বিল পেশ হওয়ার বিপক্ষে ভোট দিলেন। পক্ষে মাত্র ২৭জন। আম সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার জল্পনা উসকে দিলেন আম আদমি পার্টির অন্যতম নেতা যোগেন্দ্র যাদব। তিনি জানালেন ইস্তফা দিতে পারেন কেজরিওয়াল।