Arvnd Kejriwal - Latest News on Arvnd Kejriwal| Breaking News in Bengali on 24ghanta.com
ত্রিশঙ্কু দিল্লিতে হয়তো ফের ভোট, প্রস্তুতি শুরু কেজরিওয়ালদের

ত্রিশঙ্কু দিল্লিতে হয়তো ফের ভোট, প্রস্তুতি শুরু কেজরিওয়ালদের

Last Updated: Monday, December 9, 2013, 10:10

দিল্লি বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পালা শেষ। ৭০ আসনের বিধানসভায় বিজেপি জেতে ৩২ টি আসনে, আম আদমি পার্টি ২৮টি আসনে, শাসক দল কংগ্রেস পায় ৮টি আসন। ফলাফলেই পরিষ্কার কোনও দলই এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপিকে সরকার গড়তে হলে আরও ৪জন বিধায়কের সমর্থন দরকার। একটি আসনে জিতেছে বিজেপি-র শরিক দল অকালি দল।