Last Updated: Wednesday, January 29, 2014, 12:52
দিল্লি গণধর্ষণের পর কেটে গিয়েছে গোটা একটা বছর। হয়েছে বহু প্রতিবাদ। বদলেছে আইন। কিন্তু এখনও বদলালো না দৃষটিভঙ্গি। এক বছর পরও তীর্যক মন্তব্যের ঝড় থামেনি। এবারে বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশন ও এনসিপি সদস্য আশা মিরজে। নির্ভয়ার রাত ১১টায় সিনেমা দেখার প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন আশা।