Last Updated: Thursday, July 19, 2012, 20:36
প্রথম সুপারস্টার হিসেবে হোক বা রোম্যান্টিক অভিনেতা হিসেবে। রাজেশ খান্নার বর্ণময় জীবন ছিল স্বপ্নের মতো। তাঁর শেষ যাত্রাও ছিল ঠিক ততটাই বর্ণময়। বলিউডের প্রায় সব বড় তারকা অগনিত ভক্তের চোখের জলে ভিলেপার্লেতে শেষ হল সেই যাত্রা। সারা দেশ যখন তাঁর প্রয়াণে শোকাহত, কীভাবে তাঁর স্মৃতিচরণা করলেন তাঁর নায়িকারা?