Last Updated: Sunday, January 22, 2012, 22:55
রাজ্যের বর্তমান সরকারকে স্বৈরাচারী বলে কড়া সমালোচনা করলেন প্রবীণ বামপন্থী অর্থনীতিবিদ অশোক মিত্র। বরানগরে `বর্তমান সময় ও বামপন্থা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি রাজ্য সরকারের কাজকর্মকে যাত্রাপালার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।