Last Updated: Thursday, September 6, 2012, 11:46
বিমানসেবিকা নিগ্রহে অভিযুক্তর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। অভিযুক্ত অশোকবিজয় সরকার জামিন পেয়ে যাওয়ায় কালীঘাট থানার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিসই অশোকবিজয় সরকারকে জামিনের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।