Last Updated: Friday, December 23, 2011, 17:17
ডোপিং কেলেঙ্কারিতে এশিয়ান গেমসে সোনা জয়ী অশ্বিনী অকুঞ্জি সহ ৬ জন অ্যাথলিটকে এক বছরের জন্য নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। তিন সদস্যের কমিটি সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেয়।