Last Updated: Tuesday, October 29, 2013, 10:24
মাছ, ইদুঁর,সাপের পর এবার আস্ত একটা পাইথন। বডি ম্যাসেজে বৈচিত্র্য আনতে এবার পাইথন সাপকে কাজে লাগানো হচ্ছে। পাইথন যাকে দেখলেই গা-টা ভয়ে শিউরে ওঠে, সেই পাইথনই শরীররে একেবারে চাঙ্গা করে দিচ্ছে। ইন্দোনেশিয়ার জার্কাতায় খোলা হয়েছে পাইথন ম্যাসেজ পার্লার।