August Kranti Maidan - Latest News on August Kranti Maidan| Breaking News in Bengali on 24ghanta.com
মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত ৫ দমকলকর্মী

মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত ৫ দমকলকর্মী

Last Updated: Saturday, December 14, 2013, 11:37

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে সাতজন প্রাণ হারালেন। মৃতেরা প্রত্যেকেই ওই বহুতলের বাসিন্দা। তাঁদের নির্দিষ্ট পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বহু উদ্ধারকার্য চালাতে গিয়েপাঁচ দমকল কর্মী গুরুতর আহত। মুম্বইয়ের দক্ষিণপ্রান্তে কেম্পস কর্নার অঞ্চলে এই ১২তলা বাড়িটিতে শুক্রবার সন্ধ্যায় ৭টা ৩০ নাগাদ আগুন লেগে যায়।