Last Updated: Tuesday, May 15, 2012, 20:27
টোলগে ওজবেকে শোকজ করল ইস্টবেঙ্গল ক্লাব। অসি গোলমেশিনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তাঁকে শোকজ করল ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তাদের দাবি, চলতি মাসেই ক্লাবের থেকে অগ্রিম অর্থ নিয়েছেন টোলগে। সেই হিসেবে এখনও ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।