Last Updated: Sunday, June 29, 2014, 12:39
খেতাব খরা কাটিয়ে বছরের দ্বিতীয় টুর্নামেন্ট জিতে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওহাল। রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনকে ২১-১৮, ২১-১১ গেমে হারিয়ে দিলেন।