Last Updated: Monday, July 7, 2014, 18:33
আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় অপরাধী সিকিউরিটি গার্ড সজ্জদ আহমেদ মোঘলকে মৃত্যুদণ্ডের আদেশ দিল মুম্বইয়ের এক আদালত। গত সপ্তাহে শুনানির সময় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনান সরকার পক্ষের বিশেষ আইনজীবী উজ্জ্বল নিকাম।