Azhar Ali - Latest News on Azhar Ali| Breaking News in Bengali on 24ghanta.com
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয় পেল পাকিস্তান

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয় পেল পাকিস্তান

Last Updated: Monday, January 20, 2014, 22:18

কে বলল টেস্ট ক্রিকেট মরতে বসেছে। কে বলল টি টোয়েন্টি-ওয়ানডে-এর মত টেস্ট ক্রিকেট উত্তেজক নয়। কে বলল টেস্ট ক্রিকেট দেখলে গায়ের লোম খাড়া হয় না। আজ শারজায় পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের পঞ্চম দিনে যা হল তাতে বলতেই হচ্ছে কোন কোনও দিন জেতে দেশ, কোনও কোনও দিন জেতে খেলোয়াড়, আর বিরল দিনে জেতে খেলাটা। সেটাই আজ করল পাকিস্তান। কুড়ির চমক আর পঞ্চাশের ধমকে ধুঁকতে থাকা