Last Updated: Saturday, May 18, 2013, 20:14
একেই বোধহয় বলে বিশ্বাস বাঁচানোর লড়াই। শনিবার ধরমশালার সুন্দর মাঠে আইপিএলে দুরন্ত খেলে আজহার মেহমুদ শুধু কিংস ইলেভেন পঞ্জাবকে জেতালেন না, জেতালেন আইপিএল মানে বেটিং নয় ব্যাটিং। আজহার মেহমুদের ৪৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসের জেরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। সঙ্গে আজহার নিলেন ২৪ রানে দুটো উইকেট।