Last Updated: Wednesday, November 2, 2011, 15:59
কর্নাটকের সীমানা পার হয়ে তাঁর জনচেতনা রথ গোয়ায় ঢোকার পরই লালকৃষ্ণ আডবাণীর গলায় উঠে এল বিএস ইয়েদুরাপ্পার নাম। কোনওরকম রাখঢাক না রেখেই বিজেপির
লৌহপুরষ জানিয়ে দিলেন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ ওঠায় কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পাকে অপসারিত করেছে দল।