Last Updated: Wednesday, December 11, 2013, 20:46
সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানালেন বাবা রামদেব। তাঁর কাছে সমকামিতা এক খারাপ নেশা। তবে তা থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি বাতলে দিতে পারেন বলেও আশ্বাস দিয়েছেন বাবা। এ দিন নিজের আশ্রমে গে কমিউনিটির মানুষদের ডেকে সাংবাদিক সম্মেলন করে রামদেব বলেন, "আমি আশ্বাস দিচ্ছি। আমার কাছে এলে সমকামিতার নেশা কাটিয়ে দেব। এটা বংশগত রোগ নয়। যদি আমাদের অভিভাবকরা সমকামী হতেন, তাহলে আমাদের জন্ম হত না। তাই এটা অস্বাভাবিক। এটা শুধু একটা খারাপ নেশা।"