BASANTA SINGHA ROY - Latest News on BASANTA SINGHA ROY| Breaking News in Bengali on 24ghanta.com
এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের খোঁজ মিলল

এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের খোঁজ মিলল

Last Updated: Friday, May 24, 2013, 18:12

নিঁখোজ এভারেস্ট জয়ী পবর্তারোহী বসন্ত সিংহ রায়। সাত দিন আগে ধৌলাগিরি আরোহণে বেড়িয়েছিলেন এভারেস্ট জয়ী এই পর্বতারোহী। তারপর থেকে নিখোঁজ বসন্ত। ৭ দিন আগে বসন্ত সিংহ রায় রওনা হন বেস ক্যাম্প থেকে। ২২ মে থেকে নিখোঁজ তিনি। তাঁর খোঁজে পাঠানো হয়েছে হেলিকপ্টার।