Last Updated: Thursday, October 25, 2012, 21:38
অস্বস্তি বাড়ল বিজেপি সভাপতি নিতিন গড়করির। অস্বস্তিতে প্রধান বিরোধী দল বিজেপিও। কোম্পানি বিষয়ক মন্ত্রকের পর আয়কর দফতরও এবার গড়করির সংস্থায় হিসাব বহির্ভূত বিনিয়োগের তদন্ত শুরু করল। নিতিন গড়করির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। সরব হয়েছে অরবিন্দ কেজরিয়ালের ইন্ডিয়ান এগেনস্ট কোরাপশন। তবে অস্বস্তি ঢাকতে দলীয় সভাপতিকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিজেপি।