BJP concedes - Latest News on BJP concedes| Breaking News in Bengali on 24ghanta.com
হিমাচলে জনতার রায় মেনে নিল বিজেপি

হিমাচলে জনতার রায় মেনে নিল বিজেপি

Last Updated: Thursday, December 20, 2012, 14:05

হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিল বিজেপি। নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি নেতা শান্তা কুমন্নগ। প্রাক্তন এই হিমাচল মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা রায় মেনে নিচ্ছি। গোটা দল নির্বাচনে একসঙ্গে লড়েছে। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দেয়নি।"