BRISC summit - Latest News on BRISC summit| Breaking News in Bengali on 24ghanta.com
মোদীর থেকে মারাকানাকেই এগিয়ে রাখলেন মর্কেল

মোদীর থেকে মারাকানাকেই এগিয়ে রাখলেন মর্কেল

Last Updated: Tuesday, July 8, 2014, 17:05

আজ ফিলিপ ল্যাম আর তাঁর সহখেলোয়াড়দের পারফ্যরমেন্সের উপর নির্ভর করছে নরেন্দ্র মোদীর ভাগ্য। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল প্রথম সাক্ষ্যাৎ সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে আজ বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির হাইটেনশন সেমিফাইনালের ফলাফলের উপর। নেইমার হীন ব্রাজিলকে হারিয়ে আজ জার্মান বাহিনী ফাইনালে উঠলে আগামী ১৩ তারিখ মোদী-মর্কেল নৈশভোজ বাতিল হবে। জার্মান চ্যান্সেলর মারাকানায় উড়ে যাবেন দেশের বিশ্বজয়ের সাক্ষী থাকতে।