Last Updated: Wednesday, May 16, 2012, 17:48
সিবিআই হানার পরই আদালতে আগাম জামিনের আবেদন জানালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদ্দুরাপ্পা। বুধবার সকালে তাঁর ব্যাঙ্গালোরের ডলারস পার্কের বাসভবনে হানা দেয় সিবিআই। তল্লাসি চালানো হয় তাঁর শিমোগার বাড়িতেও। বুধবার সকালে তাঁর ব্যাঙ্গালোরের ডলারস পার্কের বাসভবনে হানা দেয় সিবিআই।